Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববতী মামলার রায়

মামলা নং: ২৮/২০১৪ইং

 বাদী: আবদুল কাইয়ুম পিতা- আবদুল গফুর

সাং+ডাক মালিয়ারা পটিয়া ,চট্রগ্রাম।

                    বনাম

বিবাদী;

১। জামাল উদ্দীন          পিতা-মৃত জালাল আহমদ

২। আবদুল মান্নান         পিতা  মৃত     ঐ 

৩। আবদুল হান্নান         পিতা মৃত-     ঐ

৪। কামাল উদ্দীন           পিতা মৃত-     ঐ

৫। আবদুল হামিদ         পিতা-মৃত-      ঐ

সর্বসাং+ডাক-: মালিয়ারা পটিযা চট্রগ্রাম।

আদেশ/রায়: 

১৬/০৮/২০১৪: 

                 অদ্য  মামলার রায প্রদানের দিন ধার্য্য আছে। আবেদনকারী এবং প্রতিবাদী হাজির আছে।  উভয়পক্ষের মনোনীত প্রতিনিধিগনও উপস্থিত আছে।  নথি সদয় আদেশের জন্য উপস্থাপন করা হলো। নথি পর্যালোচনায় দেখা যায যে, বাদী ও বিবাদীগনের মধ্যে পুর্ববর্তী বিরোধের জের দরে আবেদনে উলেলখিত মারামারির সুত্রপাত ঘটে। মামলার সত্যতা প্রমানের জন্য বাদী, প্রতিবাদী এবং সাক্ষীদের জবানবন্দী গ্রহন করা হইল।দেখলাম মামলার নথি, পক্ষদ্বয়ের বক্তব্য এবং সবাক্ষীর জবানবন্দী বাদীর দাখিলকৃত কাগজপত্র  পর্যালোচনায় প্রমানিত হয় যে বাদীর অভিযোগটি সত্য।এবঙ পক্ষদ্বয় ভবিষ্যতে এই ধরনের ঘটনা করিবে না মর্মে অঙ্গীকার নামা দেয়। এমতবস্থায় অত্র গ্রাম আদালত

এই সিদ্বমত্ম প্রদান করিল যে. প্রতিবাদী কর্তৃক আবেদনকারীকে উক্ত ঘটনার ক্ষতিপুরন বাবদ ৫০০০/ টাকা অদ্য হইতে আগামী ৭দিনের মধ্যে ইউনিযন পরিষদের মাধ্যমে প্রদানের নির্দেশ দেওয়া গেল।